সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ডিসেম্বর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Assort(অ্যাসোর্ট)

Facebook Group link:- https://www.facebook.com/groups/546922337005342/?ref=share আজ আমরা অ্যাসোর্ট কাকে বলে। Assort (অ্যাসোর্ট) কত প্রকার ও কি কি? Assort(অ্যাসোর্ট) এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো। আশা করছি আপনাদের জেনে কাজে আসবে বলে মনে করছি। কালার ও সাইজ অনুসারে বিভিন্ন ভাবে সাজানকে Assort / অ্যাসোর্ট  বলে। যে এইগুলো করে তাকে এসোট ম্যান বলে।এগুলো পাকিং বা ফিনিশিং সেকশনে করা হয়। Assort(এ্যাসোট)চার প্রকার।  1.Solid colour - solid size.   একই কাটুনে এক কালারের পোশাক এবং এক সাইজের পোশাক মিলিয়ে যে কাটুন করা হয় তাকে Solid colour - Solid size বলে। যেমনঃ Colour: Blue, Size: L The size of garments and color will be same when packed into carton. Here the carton contain same color and size. 2️.Solid colour - assort size. একই কাটুনে এক কালারের পোশাক এবং বিভিন্ন সাইজের পোশাক মিলিয়ে যে কাটুন করা হয় তাকে Solid colour - Assort size বলে। যেমনঃ Colour: Blue, Size: S, M, L, XL, XXL Here color of garments will be same but size of color will be different.The carton contains same color but ...

Quality Inspector (Q.l) এর কাজ কি?

  Facebook Group link:- https://www.facebook.com/groups/546922337005342/?ref=share ১) একজন কোয়ালিটি ইন্সপেক্টর (Q.I) প্রতি দিন কাজ শুরু হওয়ার ৫ মিনিট আগে সেকশনে উপস্থিত হবে এবং সেকশনের চারপাশে পরিষ্কার করে নিবে। ২) চেক শুধু করার আগে Style, Buyer name, Colour & fabric name  জেনে নিতে হবে। ৩) চেক শুরু করার আগে বান্ডিল খুলে দেখে নিতে হবে, বান্ডিল কার্ড অনুযায়ী  style, cutting no,colour, size,lot,PO & Bundle QTY ঠিক আছে কি না। ৪) চেক শুরু করার সময় Back,Front, Sleeve, L/R ঠিক আছে কি না এবং All Side Shape ঠিক আছে কি না দেখতে হবে।  ৫) বডিতে যদি কোনো মেজর অথবা মাইনর সমস্যা থাকে, যেমনঃ-  Without shape, Shoulder up-Down,Armhole shape &Side Shape Un-Even  হয় তা হলে AQC/QC কে জানাতে হবে।  ৬) কোন ফেব্রিকসে কোন ধরনের সমস্যা পাওয়া যায় সেই সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমনঃ- S/J,P/K,P/F এ ধরনের ফেব্রিকস এ knitting hole,Dying hole,GSM Cut,Colour Sport, Contamination, knot,Over lock joint At. ৭) Lycra & Baucus এ ধরনের কাপড়ে কি সমস্যা পাওয়া যায় সেই সম্পর্কে ...