সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ডিসেম্বর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Assort(অ্যাসোর্ট)

Facebook Group link:- https://www.facebook.com/groups/546922337005342/?ref=share আজ আমরা অ্যাসোর্ট কাকে বলে। Assort (অ্যাসোর্ট) কত প্রকার ও কি কি? Assort(অ্যাসোর্ট) এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো। আশা করছি আপনাদের জেনে কাজে আসবে বলে মনে করছি। কালার ও সাইজ অনুসারে বিভিন্ন ভাবে সাজানকে Assort / অ্যাসোর্ট  বলে। যে এইগুলো করে তাকে এসোট ম্যান বলে।এগুলো পাকিং বা ফিনিশিং সেকশনে করা হয়। Assort(এ্যাসোট)চার প্রকার।  1.Solid colour - solid size.   একই কাটুনে এক কালারের পোশাক এবং এক সাইজের পোশাক মিলিয়ে যে কাটুন করা হয় তাকে Solid colour - Solid size বলে। যেমনঃ Colour: Blue, Size: L The size of garments and color will be same when packed into carton. Here the carton contain same color and size. 2️.Solid colour - assort size. একই কাটুনে এক কালারের পোশাক এবং বিভিন্ন সাইজের পোশাক মিলিয়ে যে কাটুন করা হয় তাকে Solid colour - Assort size বলে। যেমনঃ Colour: Blue, Size: S, M, L, XL, XXL Here color of garments will be same but size of color will be different.The carton contains same color but not same size.

Quality Inspector (Q.l) এর কাজ কি?

  Facebook Group link:- https://www.facebook.com/groups/546922337005342/?ref=share ১) একজন কোয়ালিটি ইন্সপেক্টর (Q.I) প্রতি দিন কাজ শুরু হওয়ার ৫ মিনিট আগে সেকশনে উপস্থিত হবে এবং সেকশনের চারপাশে পরিষ্কার করে নিবে। ২) চেক শুধু করার আগে Style, Buyer name, Colour & fabric name  জেনে নিতে হবে। ৩) চেক শুরু করার আগে বান্ডিল খুলে দেখে নিতে হবে, বান্ডিল কার্ড অনুযায়ী  style, cutting no,colour, size,lot,PO & Bundle QTY ঠিক আছে কি না। ৪) চেক শুরু করার সময় Back,Front, Sleeve, L/R ঠিক আছে কি না এবং All Side Shape ঠিক আছে কি না দেখতে হবে।  ৫) বডিতে যদি কোনো মেজর অথবা মাইনর সমস্যা থাকে, যেমনঃ-  Without shape, Shoulder up-Down,Armhole shape &Side Shape Un-Even  হয় তা হলে AQC/QC কে জানাতে হবে।  ৬) কোন ফেব্রিকসে কোন ধরনের সমস্যা পাওয়া যায় সেই সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমনঃ- S/J,P/K,P/F এ ধরনের ফেব্রিকস এ knitting hole,Dying hole,GSM Cut,Colour Sport, Contamination, knot,Over lock joint At. ৭) Lycra & Baucus এ ধরনের কাপড়ে কি সমস্যা পাওয়া যায় সেই সম্পর্কে জানতে হবে। যেমন - Dia Mark,Lycra O