সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Assort(অ্যাসোর্ট)

Facebook Group link:- https://www.facebook.com/groups/546922337005342/?ref=share

আজ আমরা অ্যাসোর্ট কাকে বলে। Assort (অ্যাসোর্ট) কত প্রকার ও কি কি? Assort(অ্যাসোর্ট) এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো। আশা করছি আপনাদের জেনে কাজে আসবে বলে মনে করছি।

কালার ও সাইজ অনুসারে বিভিন্ন ভাবে সাজানকে Assort / অ্যাসোর্ট  বলে।

যে এইগুলো করে তাকে এসোট ম্যান বলে।এগুলো পাকিং বা ফিনিশিং সেকশনে করা হয়।

Assort(এ্যাসোট)চার প্রকার।

 1.Solid colour - solid size. 

একই কাটুনে এক কালারের পোশাক এবং এক সাইজের পোশাক মিলিয়ে যে কাটুন করা হয় তাকে Solid colour - Solid size বলে। যেমনঃ Colour: Blue, Size: L

The size of garments and color will be same when packed into carton. Here the carton contain same color and size.

qualityknowledgebd
2️.Solid colour - assort size.

একই কাটুনে এক কালারের পোশাক এবং বিভিন্ন সাইজের পোশাক মিলিয়ে যে কাটুন করা হয় তাকে Solid colour - Assort size বলে। যেমনঃ Colour: Blue, Size: S, M, L, XL, XXL

Here color of garments will be same but size of color will be different.The carton contains same color but not same size.

qualityknowledgebd

3️.Solid size - assort colour.

একই কাটুনে বিভিন্ন কালারের এবং একটি সাইজের পোশাক মিলিয়ে যে কাটুন করা হয় তাকে Assort colour-Solid size বলে। যেমনঃ Colour: Off white, Orange, Red, Blue. Size: L

The color of garments will be different but the size of all garments will be same when it is packed into carton. Here the carton contain same size of garments but not same Colour.

qualityknowledgebd

4️.Assort size - assort colour.

একই কাটুনে বিভিন্ন কালারের এবং বিভিন্ন সাইজের পোশাক মিলিয়ে যে কাটুন করা হয় তাকে Assort size - Assort colour বলে। যেমনঃ Size: S, M, L, XL, XXL. Colour: White, Navy, Red, Blue, Orange ইত্যাদি

 The size of garments are different also of garments will be different while packing into carton .The carton contain different color garments with different size.

qualityknowledgebd


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নিডেল কত প্রকার? নিডেল এর কয়টি অংশ? ও কি কি? কোন মেশিনে কোন নিডেল ব্যবহার করা হয়?

  নিডেল নিডেল অর্থ সূচ বা সুই নিডেল দুই প্রকার  ১. হ্যান্ড নিডেল বা মেনুয়াল নিডেল। ২. মেশিন নিডেল।  হ্যান্ড নিডেল বা মেনুয়াল নিডেল👇 মেশিন নিডেল👇   মেশিন নিডেল   মেশিন নিডেল আবার দুই প্রকার  ১.হোম/হাউজ মেশিন নিডেল  ২.ইন্ডাস্ট্রিয়াল মেশিন নিডেল (গার্মেন্টস)  ইন্ডাস্ট্রিয়াল বা গার্মেন্টস মেশিন নিডেল ইন্ডাস্ট্রিয়াল বা গার্মেন্টস মেশিন নিডেল তিন প্রকার  ১.সার্প নিডেল ২.বল পয়েন্ট নিডেল ৩. সার্প নিডেল   সার্প নিডেল দিয়ে লক স্টিচ সেলাই করা হয়।  বল পয়েন্ট নিডেল  বল পয়েন্ট নিডেল দিয়ে চেইন স্টিচ সেলাই করা হয়।  একটি নিডেল এর বিভিন্ন অংশ   ১.বাট ২. স্যাঙ্ক ৩.ট্যাপার ৪.লং গ্রুপ  ৫.শর্ট গ্রুপ  ৬.ব্লেড  ৭.স্কার্ভ ৮.নিডেল আই ৯. নিডেল পয়েন্ট  ১০.টিপ ওফ পয়েন্ট  ১১.পয়েন্ট গ্রুপ  কোন মেশিনে কোন নিডেল ব্যাবহার করে  PLAIN / SINGLE NEEDLE MACHINE =  DB OVER LOCK MACHINE =  DC BUTTON STITCH/BUTTON HOLE MACHINE =  DP FLAT LOCK MACHINE =  UY KANSAI MACHINE  =  UO  Facebook ...

নেক ও পকেট কত প্রকার ও কি কি?

  নেক ১.রাউন্ড নেক ২. স্কয়ার নেক ৩. ভি নেক ৪. Y নেক ৫. বোট নেক ৬. ইউ নেক   পকেট   ১.পয়েন্ট পকেট। ২.কোণ পকেট।  ৩.স্কয়ার পকেট। স্কয়ার বলতে, চারদিকে সমান বোঝানো হয়েছে। স্কয়ার পকেটের দৈর্ঘ্য প্রস্থ সমান ৪.ক্যাংগারু পকেট।  ৫. বণ পকেট। বন পকেট দেখতে, পকেট খোলার মুখ বাইরের দিকে থাকে এবং পকেটের ভিতরে থাকে। এজাতীয় পকেটই হল বন পকেট ৬.নোছ পকেট।  নোছ পকেট দেখতে অনেকটা স্কয়ার পকেটের মতন তবে নোছ পকেটের দৈর্ঘ্যের শেষ প্রান্তের দুই সাইড আড়াআড়িভাবে ভাঁজ করে সেলাই করা হয় ৭.রাউন্ড পকেট।  এই পকেট প্রস্থ্যর চেয়ে দৈর্ঘ্য বড় এবং দৈর্ঘ্যর নিচের থেকে রাউন্ড থাকে, তাহাকে রাউন্ড পকেট বলে। ৮.প্লেইন পকেট।  প্লেইন পকেট দেখতে, দৈর্ঘ্য প্রস্থ সমান কিন্তু নিচের দিকে সামান্য সরু। টি-শার্টের মধ্যে থাকা পকেটগুলো বেশিভাগই প্লেইন পকেট আরো জানতে ভিডিও টি দেখুন 👇👇👇 Facebook Group link:- https://www.facebook.com/groups/546922337005342/?ref=share

4-Point Fabrics Inspection কি?

4Point Fabrics Inspection বা 4 Point system হচ্ছে প্রতি একশ গজ কাপের মধ্যে কতো ডিফেক্ট পয়েন্ট আছে তা নির্ধারণ করা।        4  Point system         0-3" =1 point         3-6" =2 point         6-9" =3 point         9"up to =4 point   Any hole 4 point এখানে 1পয়েন্ট এর কয়টি ফল্ট, 2পয়েন্ট এর কয়টি ফল্ট, 3পয়েন্ট এর কয়টি ফল্ট, 4 পয়েন্ট এর কয়টি ফল্ট আছে তার সমষ্টি বের করে মোট পয়েন্ট বের করা হয়। যেমন : 1 পয়েন্ট এর 3 টি ফল্ট,            2 পয়েন্ট এর 6টি ফল্ট,            3 পয়েন্ট এর 1 টি ফল্ট,            4 পয়েন্ট এর 0 টি ফল্ট, পাওয়া গেল। সুতরাং মোট ফল্ট =(1*3)+(2*6)+(3*1)+(4*0)                     = 3+12+3+0  = 18 পয়েন্ট Calculation point /100 SQ. Meter         Total points* 39.37*100 Roll length(Mtr)*Actual width(Inch) এই সু...