https://youtu.be/59hC02NZOO4
4Point Fabrics Inspection বা 4 Point system হচ্ছে প্রতি একশ গজ কাপের মধ্যে কতো ডিফেক্ট পয়েন্ট আছে তা নির্ধারণ করা। 4 Point system 0-3" =1 point 3-6" =2 point 6-9" =3 point 9"up to =4 point Any hole 4 point এখানে 1পয়েন্ট এর কয়টি ফল্ট, 2পয়েন্ট এর কয়টি ফল্ট, 3পয়েন্ট এর কয়টি ফল্ট, 4 পয়েন্ট এর কয়টি ফল্ট আছে তার সমষ্টি বের করে মোট পয়েন্ট বের করা হয়। যেমন : 1 পয়েন্ট এর 3 টি ফল্ট, 2 পয়েন্ট এর 6টি ফল্ট, 3 পয়েন্ট এর 1 টি ফল্ট, 4 পয়েন্ট এর 0 টি ফল্ট, পাওয়া গেল। সুতরাং মোট ফল্ট =(1*3)+(2*6)+(3*1)+(4*0) = 3+12+3+0 = 18 পয়েন্ট Calculation point /100 SQ. Meter Total points* 39.37*100 Roll length(Mtr)*Actual width(Inch) এই সুত্রটি প্রয়োগ করার পর যে পয়েন্ট আসে তার উপর ভিত্তি করে কাপরের কোয়ালিটি নির্ধারন করা হয়। গ্রেড নির্নয়ের সুত্র - 0-15 = A 16-20 = B 21-30 = C 30 up = R (R=Reject) উদাহরণ : ১২ কেজি একটি রুল এ ১৫ পয়েন্ট পাওয়া গেছে।ধর
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন