সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Quality Inspector (Q.l) এর কাজ কি?

quality knowledge bd


 Facebook Group link:- https://www.facebook.com/groups/546922337005342/?ref=share

১) একজন কোয়ালিটি ইন্সপেক্টর (Q.I) প্রতি দিন কাজ শুরু হওয়ার ৫ মিনিট আগে সেকশনে উপস্থিত হবে এবং সেকশনের চারপাশে পরিষ্কার করে নিবে।

২) চেক শুধু করার আগে Style, Buyer name, Colour & fabric name  জেনে নিতে হবে।

৩) চেক শুরু করার আগে বান্ডিল খুলে দেখে নিতে হবে, বান্ডিল কার্ড অনুযায়ী  style, cutting no,colour, size,lot,PO & Bundle QTY ঠিক আছে কি না।

৪) চেক শুরু করার সময় Back,Front, Sleeve, L/R ঠিক আছে কি না এবং All Side Shape ঠিক আছে কি না দেখতে হবে। 

৫) বডিতে যদি কোনো মেজর অথবা মাইনর সমস্যা থাকে, যেমনঃ-  Without shape, Shoulder up-Down,Armhole shape &Side Shape Un-Even  হয় তা হলে AQC/QC কে জানাতে হবে। 

৬) কোন ফেব্রিকসে কোন ধরনের সমস্যা পাওয়া যায় সেই সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমনঃ- S/J,P/K,P/F এ ধরনের ফেব্রিকস এ knitting hole,Dying hole,GSM Cut,Colour Sport, Contamination, knot,Over lock joint At.

৭) Lycra & Baucus এ ধরনের কাপড়ে কি সমস্যা পাওয়া যায় সেই সম্পর্কে জানতে হবে। যেমন - Dia Mark,Lycra Out, Crize Mark এই সমস্যা গুলো পেলে অবশ্যই  Sort Out করতে হবে।

৮) কিছু কমন কালার আছে। যেমন -Black, Navy, Brown এই ধরনের Colour  গুলো মনে রাখতে হবে, সাদা লাইন মার্ক, Dying Sport, Shopper mark থাকে তাহলে চেক করার সময় Sort Out করে নিতে হবে। 

৯) White Rib/S/J Fabric Colour চেক করার সময় মনে রাখতে হবে, Yello Spot, Dirty Spot, Black Slub,Red Contamination ,Blue Contamination এই সমস্যা গুলো Sort Out  করতে হবে। 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নিডেল কত প্রকার? নিডেল এর কয়টি অংশ? ও কি কি? কোন মেশিনে কোন নিডেল ব্যবহার করা হয়?

  নিডেল নিডেল অর্থ সূচ বা সুই নিডেল দুই প্রকার  ১. হ্যান্ড নিডেল বা মেনুয়াল নিডেল। ২. মেশিন নিডেল।  হ্যান্ড নিডেল বা মেনুয়াল নিডেল👇 মেশিন নিডেল👇   মেশিন নিডেল   মেশিন নিডেল আবার দুই প্রকার  ১.হোম/হাউজ মেশিন নিডেল  ২.ইন্ডাস্ট্রিয়াল মেশিন নিডেল (গার্মেন্টস)  ইন্ডাস্ট্রিয়াল বা গার্মেন্টস মেশিন নিডেল ইন্ডাস্ট্রিয়াল বা গার্মেন্টস মেশিন নিডেল তিন প্রকার  ১.সার্প নিডেল ২.বল পয়েন্ট নিডেল ৩. সার্প নিডেল   সার্প নিডেল দিয়ে লক স্টিচ সেলাই করা হয়।  বল পয়েন্ট নিডেল  বল পয়েন্ট নিডেল দিয়ে চেইন স্টিচ সেলাই করা হয়।  একটি নিডেল এর বিভিন্ন অংশ   ১.বাট ২. স্যাঙ্ক ৩.ট্যাপার ৪.লং গ্রুপ  ৫.শর্ট গ্রুপ  ৬.ব্লেড  ৭.স্কার্ভ ৮.নিডেল আই ৯. নিডেল পয়েন্ট  ১০.টিপ ওফ পয়েন্ট  ১১.পয়েন্ট গ্রুপ  কোন মেশিনে কোন নিডেল ব্যাবহার করে  PLAIN / SINGLE NEEDLE MACHINE =  DB OVER LOCK MACHINE =  DC BUTTON STITCH/BUTTON HOLE MACHINE =  DP FLAT LOCK MACHINE =  UY KANSAI MACHINE  =  UO  Facebook ...

নেক ও পকেট কত প্রকার ও কি কি?

  নেক ১.রাউন্ড নেক ২. স্কয়ার নেক ৩. ভি নেক ৪. Y নেক ৫. বোট নেক ৬. ইউ নেক   পকেট   ১.পয়েন্ট পকেট। ২.কোণ পকেট।  ৩.স্কয়ার পকেট। স্কয়ার বলতে, চারদিকে সমান বোঝানো হয়েছে। স্কয়ার পকেটের দৈর্ঘ্য প্রস্থ সমান ৪.ক্যাংগারু পকেট।  ৫. বণ পকেট। বন পকেট দেখতে, পকেট খোলার মুখ বাইরের দিকে থাকে এবং পকেটের ভিতরে থাকে। এজাতীয় পকেটই হল বন পকেট ৬.নোছ পকেট।  নোছ পকেট দেখতে অনেকটা স্কয়ার পকেটের মতন তবে নোছ পকেটের দৈর্ঘ্যের শেষ প্রান্তের দুই সাইড আড়াআড়িভাবে ভাঁজ করে সেলাই করা হয় ৭.রাউন্ড পকেট।  এই পকেট প্রস্থ্যর চেয়ে দৈর্ঘ্য বড় এবং দৈর্ঘ্যর নিচের থেকে রাউন্ড থাকে, তাহাকে রাউন্ড পকেট বলে। ৮.প্লেইন পকেট।  প্লেইন পকেট দেখতে, দৈর্ঘ্য প্রস্থ সমান কিন্তু নিচের দিকে সামান্য সরু। টি-শার্টের মধ্যে থাকা পকেটগুলো বেশিভাগই প্লেইন পকেট আরো জানতে ভিডিও টি দেখুন 👇👇👇 Facebook Group link:- https://www.facebook.com/groups/546922337005342/?ref=share

4-Point Fabrics Inspection কি?

4Point Fabrics Inspection বা 4 Point system হচ্ছে প্রতি একশ গজ কাপের মধ্যে কতো ডিফেক্ট পয়েন্ট আছে তা নির্ধারণ করা।        4  Point system         0-3" =1 point         3-6" =2 point         6-9" =3 point         9"up to =4 point   Any hole 4 point এখানে 1পয়েন্ট এর কয়টি ফল্ট, 2পয়েন্ট এর কয়টি ফল্ট, 3পয়েন্ট এর কয়টি ফল্ট, 4 পয়েন্ট এর কয়টি ফল্ট আছে তার সমষ্টি বের করে মোট পয়েন্ট বের করা হয়। যেমন : 1 পয়েন্ট এর 3 টি ফল্ট,            2 পয়েন্ট এর 6টি ফল্ট,            3 পয়েন্ট এর 1 টি ফল্ট,            4 পয়েন্ট এর 0 টি ফল্ট, পাওয়া গেল। সুতরাং মোট ফল্ট =(1*3)+(2*6)+(3*1)+(4*0)                     = 3+12+3+0  = 18 পয়েন্ট Calculation point /100 SQ. Meter         Total points* 39.37*100 Roll length(Mtr)*Actual width(Inch) এই সু...