Facebook Group link:- https://www.facebook.com/groups/546922337005342/?ref=share
১) একজন কোয়ালিটি ইন্সপেক্টর (Q.I) প্রতি দিন কাজ শুরু হওয়ার ৫ মিনিট আগে সেকশনে উপস্থিত হবে এবং সেকশনের চারপাশে পরিষ্কার করে নিবে।
২) চেক শুধু করার আগে Style, Buyer name, Colour & fabric name জেনে নিতে হবে।
৩) চেক শুরু করার আগে বান্ডিল খুলে দেখে নিতে হবে, বান্ডিল কার্ড অনুযায়ী style, cutting no,colour, size,lot,PO & Bundle QTY ঠিক আছে কি না।
৪) চেক শুরু করার সময় Back,Front, Sleeve, L/R ঠিক আছে কি না এবং All Side Shape ঠিক আছে কি না দেখতে হবে।
৫) বডিতে যদি কোনো মেজর অথবা মাইনর সমস্যা থাকে, যেমনঃ- Without shape, Shoulder up-Down,Armhole shape &Side Shape Un-Even হয় তা হলে AQC/QC কে জানাতে হবে।
৬) কোন ফেব্রিকসে কোন ধরনের সমস্যা পাওয়া যায় সেই সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমনঃ- S/J,P/K,P/F এ ধরনের ফেব্রিকস এ knitting hole,Dying hole,GSM Cut,Colour Sport, Contamination, knot,Over lock joint At.
৭) Lycra & Baucus এ ধরনের কাপড়ে কি সমস্যা পাওয়া যায় সেই সম্পর্কে জানতে হবে। যেমন - Dia Mark,Lycra Out, Crize Mark এই সমস্যা গুলো পেলে অবশ্যই Sort Out করতে হবে।
৮) কিছু কমন কালার আছে। যেমন -Black, Navy, Brown এই ধরনের Colour গুলো মনে রাখতে হবে, সাদা লাইন মার্ক, Dying Sport, Shopper mark থাকে তাহলে চেক করার সময় Sort Out করে নিতে হবে।
৯) White Rib/S/J Fabric Colour চেক করার সময় মনে রাখতে হবে, Yello Spot, Dirty Spot, Black Slub,Red Contamination ,Blue Contamination এই সমস্যা গুলো Sort Out করতে হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন