সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কোয়ালিটির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর

 7 কিউ.সি টুলস কি?

1. PARETO CHART

2.HISTOGRAM 

3.FISHBONE DIAGRAM

qualityknowledgebd

4.SCATTER DIAGRAM 

5.CHECK SITE

6.FLOW CHART

7.CONTROL CHART


7 S কি?

SORT

SHINE 

SEAT IN ORDER 

STANDARDIZE

SUSTAIN 

SAFETY 

SPEED 


ALTER শব্দের অর্থ কি?বিভিন্ন প্রকার  ALTER এর নাম লিখ।

উঃ- ALTER শব্দের অর্থ পরিবর্তন। কোন পোশাকের শোলাই খারাপ হলে বা অন্য কোন সমস্যা হলে পূর্ণরায় ঠিক করে দেওয়াকে ALTER  বলে।

ALTER বিভিন্ন প্রকার হয়। যেমনঃ- 

SEWING ALTER

STITCHES ALTER

TENSIONS ALTER

TOP SIN ALTER

MEASUREMENTS ALTER


HALA POINT কি?

উঃ- দুই বেন্ড নোসকে এক সাথে সমান ভাবে ভাজ করে নিলে শার্টের দুই HIGT POINT OF SHOULDER  যে স্থানে মিলিত হয় তাকে HALA POINT বলে। 


JAKET এর ভিতরে ও বাইরে কাপড়ের নাম কি?

উঃ-JAKET ভিতরের কাপড়ের নাম৷ LINING PART বাইরের কাপড়ের নাম SHELL PART. 


পুরুষ ও মহিলার শার্ট ও পেন্টের মধ্যে পার্থক্য কি?

উঃ- পুরুষের শার্টের BOX PLAT ও FLY বাম পাশে থাকে। মহিলার ক্ষেত্রে ডান পাশে থাকে। 

qualityknowledgebd

qualityknowledgebd


BUTTON HOLE ও BUTTON  কত প্রকার? 

উঃ- BUTTON যেন ছিদ্রের মধ্যে দিয়ে যাতায়াত করতে তাকে BUTTON HOLE  বলে। BUTTON HOLE  সাধারনত তিন প্রকার। 

1. HORIZONTAL

qualityknowledgebd

 2. VERTICAL

qualityknowledgebd

3.EYE LATE

qualityknowledgebd


BUTTON কত প্রকার? 

   উঃ-  BUTTON তিন প্রকার।

1. PLASTIC BUTTON 

2. METAL BUTTON 

3. CHALK BUTTON


POCKET EDGE কাকে বলে?

উঃ- BOX PLACKET ও TOP CENTRE থেকে পকেটের দূরত্বকে POCKET EDGE বলে।


ক্রস পয়েন্ট কাকে বলে? 

টি সার্টের UNDER SLEEVE SEAM.ARM HOLE ও SIDE SEAM যে স্থানে মিলিত হয় এবং পেন্টের FRONT RISE. BACK RISE ও INSEAM যে স্থানে মিলিত হয় তাকে ক্রস পয়েন্ট বলে। 

qualityknowledgebd


Facebook Group link:- https://www.facebook.com/groups/546922337005342/?ref=share


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নিডেল কত প্রকার? নিডেল এর কয়টি অংশ? ও কি কি? কোন মেশিনে কোন নিডেল ব্যবহার করা হয়?

  নিডেল নিডেল অর্থ সূচ বা সুই নিডেল দুই প্রকার  ১. হ্যান্ড নিডেল বা মেনুয়াল নিডেল। ২. মেশিন নিডেল।  হ্যান্ড নিডেল বা মেনুয়াল নিডেল👇 মেশিন নিডেল👇   মেশিন নিডেল   মেশিন নিডেল আবার দুই প্রকার  ১.হোম/হাউজ মেশিন নিডেল  ২.ইন্ডাস্ট্রিয়াল মেশিন নিডেল (গার্মেন্টস)  ইন্ডাস্ট্রিয়াল বা গার্মেন্টস মেশিন নিডেল ইন্ডাস্ট্রিয়াল বা গার্মেন্টস মেশিন নিডেল তিন প্রকার  ১.সার্প নিডেল ২.বল পয়েন্ট নিডেল ৩. সার্প নিডেল   সার্প নিডেল দিয়ে লক স্টিচ সেলাই করা হয়।  বল পয়েন্ট নিডেল  বল পয়েন্ট নিডেল দিয়ে চেইন স্টিচ সেলাই করা হয়।  একটি নিডেল এর বিভিন্ন অংশ   ১.বাট ২. স্যাঙ্ক ৩.ট্যাপার ৪.লং গ্রুপ  ৫.শর্ট গ্রুপ  ৬.ব্লেড  ৭.স্কার্ভ ৮.নিডেল আই ৯. নিডেল পয়েন্ট  ১০.টিপ ওফ পয়েন্ট  ১১.পয়েন্ট গ্রুপ  কোন মেশিনে কোন নিডেল ব্যাবহার করে  PLAIN / SINGLE NEEDLE MACHINE =  DB OVER LOCK MACHINE =  DC BUTTON STITCH/BUTTON HOLE MACHINE =  DP FLAT LOCK MACHINE =  UY KANSAI MACHINE  =  UO  Facebook ...

GPQ এর কাজ কি?

জিপিকিউ (GPQ)- জিপিকিউ (GPQ) এর পূর্ণরুপ হলো গাইডলাইন ফর প্রোডাকশন এন্ড কোয়ালিটি(Guid Line for Production and Quality)। GPQ বায়ার কোয়ালিটি রিকুয়ারমেন্ট বাস্তবায়ন করার জন্য কাজ করে। সাধারণত GPQ বায়ার কিউসির  প্রতিনিধি হিসাবে কাজ করে। বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এবং বায়ার ফাইনাল ইন্সপেকশন কনফার্ম করে। একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে বিভিন্ন বায়ার থাকলে প্রত্যেক বায়ারের আলাদা আলাদা GPQ থাকে। GPQ এর দায়িত্ব এবং কর্তব্য:- >পিপি মিটিংএর প্রয়োজনীয় ডকুমেন্টস  দেওয়া এবং বায়ার কিউসির সাথে মিটিং এর ব্যবস্থা করা। >গার্মেন্টসের কাটিং, সুইং এবং ফিনিশিং এ বায়ার কোয়ালিটি রিকুয়ারমেন্ট ফলোআপ করা। >গার্মেন্টস সুইং এবং ফিনিশিং বিশেষকরে সমস্ত কোয়ালিটি পয়েন্ট চেক করা। >সেকশন ওয়াইজ কোয়ালিটি ইন্সপেকশন করা। >কোয়ালিটি কন্ট্রোল সম্পর্কিত বায়ারের সর্ব শেষ ম্যাসেজ রিলেটেড সেকশনে জানানো। >বায়ার ফাইনাল ইন্সপেকশনের পূর্বে প্রোডাক্ট কোয়ালিটি ইনশিওর করা। >ফাইনাল ইন্সপেকশন অ্যারেঞ্জ করা। >কিউসি ফাইলের সব কিছু ইনশিওর করা। >বায়িং হাউজ থেকে স্যাম্পল এপ্রোভাল নেওয়া। >যে কোনো কোয়ালিটি ইসুতে বা...

কোন মেশিনে কোন নিডেল ব্যবহার করা হয়? বাটন কত প্রকার ও কি কি?

NEEDLE PLAIN / SINGLE NEEDLE MACHINE = DB OVER LOCK MACHINE = DC BUTTON STITCH/BUTTON HOLE MACHINE = DP FLAT LOCK MACHINE = UY KANSAI MACHINE  = UO BUTTON বাটন অর্থ বোতাম।   K IND OF BUTTON   গঠনের দিক দিয়ে বাটন মূলত তিন প্রকার  1. PLASTIC BUTTON   প্লাস্টিক জাতীয় পদার্থ দেখা তৈরি।  2. METAL BUTTON   ধাতু জাতীয় পদার্থ  দিয়ে তৈরি।  3. CHALK BUTTON   এ ধরনের বাটন কে আঘাত করলে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।  এ ছাড়াও আরো কিছু প্রকার বাটন আছে। WOOD BUTTON SNAP BUTTON  FABRIC BUTTON আরো জানতে ভিডিও টি দেখুন 👇👇👇  Button eye এর উপর ভিত্তি করে BUTTON  কে তিন ভাগে ভাগ করা হয়েছে।  ১.ওয়ান আই বাটন।  ২. টু আই বাটন।  ৩. ফোর আই বাট।।  বাটন কত প্রকার ও কি কি বিস্তারিত আলোচনা👇👇👇 Facebook Group link:- https://www.facebook.com/groups/546922337005342/?ref=share