সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

GPQ এর কাজ কি?

জিপিকিউ (GPQ)- জিপিকিউ (GPQ) এর পূর্ণরুপ হলো গাইডলাইন ফর প্রোডাকশন এন্ড কোয়ালিটি(Guid Line for Production and Quality)। GPQ বায়ার কোয়ালিটি রিকুয়ারমেন্ট বাস্তবায়ন করার জন্য কাজ করে। সাধারণত GPQ বায়ার কিউসির  প্রতিনিধি হিসাবে কাজ করে। বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এবং বায়ার ফাইনাল ইন্সপেকশন কনফার্ম করে। একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে বিভিন্ন বায়ার থাকলে প্রত্যেক বায়ারের আলাদা আলাদা GPQ থাকে। GPQ এর দায়িত্ব এবং কর্তব্য:- >পিপি মিটিংএর প্রয়োজনীয় ডকুমেন্টস  দেওয়া এবং বায়ার কিউসির সাথে মিটিং এর ব্যবস্থা করা। >গার্মেন্টসের কাটিং, সুইং এবং ফিনিশিং এ বায়ার কোয়ালিটি রিকুয়ারমেন্ট ফলোআপ করা। >গার্মেন্টস সুইং এবং ফিনিশিং বিশেষকরে সমস্ত কোয়ালিটি পয়েন্ট চেক করা। >সেকশন ওয়াইজ কোয়ালিটি ইন্সপেকশন করা। >কোয়ালিটি কন্ট্রোল সম্পর্কিত বায়ারের সর্ব শেষ ম্যাসেজ রিলেটেড সেকশনে জানানো। >বায়ার ফাইনাল ইন্সপেকশনের পূর্বে প্রোডাক্ট কোয়ালিটি ইনশিওর করা। >ফাইনাল ইন্সপেকশন অ্যারেঞ্জ করা। >কিউসি ফাইলের সব কিছু ইনশিওর করা। >বায়িং হাউজ থেকে স্যাম্পল এপ্রোভাল নেওয়া। >যে কোনো কোয়ালিটি ইসুতে বা...

4-Point Fabrics Inspection কি?

4Point Fabrics Inspection বা 4 Point system হচ্ছে প্রতি একশ গজ কাপের মধ্যে কতো ডিফেক্ট পয়েন্ট আছে তা নির্ধারণ করা।        4  Point system         0-3" =1 point         3-6" =2 point         6-9" =3 point         9"up to =4 point   Any hole 4 point এখানে 1পয়েন্ট এর কয়টি ফল্ট, 2পয়েন্ট এর কয়টি ফল্ট, 3পয়েন্ট এর কয়টি ফল্ট, 4 পয়েন্ট এর কয়টি ফল্ট আছে তার সমষ্টি বের করে মোট পয়েন্ট বের করা হয়। যেমন : 1 পয়েন্ট এর 3 টি ফল্ট,            2 পয়েন্ট এর 6টি ফল্ট,            3 পয়েন্ট এর 1 টি ফল্ট,            4 পয়েন্ট এর 0 টি ফল্ট, পাওয়া গেল। সুতরাং মোট ফল্ট =(1*3)+(2*6)+(3*1)+(4*0)                     = 3+12+3+0  = 18 পয়েন্ট Calculation point /100 SQ. Meter         Total points* 39.37*100 Roll length(Mtr)*Actual width(Inch) এই সু...

লাইন কিউসির (Q.C) কাজ কি?

  ১. একজন লাইন কিউসির (Q.C) কাজ কি? উত্তরঃ- একজন লাইন কিউসির কাজ হচ্ছে প্রতি দিন সকালে অফিস টাইমের ১০-১৫ মিনিট আগে অফিসে উপস্থিত হতে হবে এবং লাইনের সব মেশিনের অয়েল পেপার গুলো চেক করে দেখতে হবে কোন মেশিন থেকে অয়েল পড়েছে কি না। অয়েল পড়লে অয়েল রিপোর্ট করতে হবে। নতুন স্টাইল শুরু করলে বায়ারের এপ্রুভাল স্যাম্পল,এপ্রুভাল ফাইল, এপ্রুভাল ট্রিম কার্ড সংগ্রহ করতে হবে। প্রোডাকশন শুরু করার আগে পি,পি মিটিং করতে হবে। এরপর কার্ট প্যানেল রিপোর্ট করে লেয়াউট শুরু করতে হবে। প্রথম প্রসেসের শুরুতে মেশিন এক্সাসট করে নিতে হবে। এস পি আই ঠিক রেখে বায়ারের স্যাম্পল অনুযায়ী কাজ করতে হবে।এভাবে প্রত্যেকটি প্রসেস ঠিক রেখে অাউটপুট করতে হবে এবং ফাস্ট আউট পুট রিপোর্ট করতে হবে। মেজারমেন্ট রিপোর্ট করতে হবে। স্টাইলিং মিলিয়ে ডুবলিকেট কাউন্টার স্যাম্পল ঝুলিয়ে দিতে হবে। ট্রাফিক লাইট সিস্টেমের মাধ্যমে রেন্ডম চেক করে ডি,এইচ,ইউ কন্ট্রোল করতে হবে। আউট পুটে কি সমস্যা গুলো বেশি পাওয়া য়াচ্ছে সেগুলো নিয়ে প্রসেস ওয়াইজ অপারেটর দের সাথে কথা বলতে হবে। দিনে দুই থেকে তিন বার ফিনিশিংয়ে গিয়ে  খোঁজ নিতে হবে কি পরিমানে কি কি সমস্যা ...

কোয়ালিটি ভাইবার ইমপোর্টেন্স কিছু প্রশ্নের উত্তর

  বেসিক   প্রশ্ন ১. গার্মেন্টস শব্দের অর্থ কি? উঃ- পোশাক বা অ্যাপারেল ২.বাংলাদেশের প্রথম গার্মেন্টস ফ্যাক্টরীর নাম কি এবং কত সালে চালু হয়? উঃ- রিয়াজ গার্মেন্টস, ১৯৬০ সালে ঢাকার উর্দু রোডে। ৩. ক্লদিং টেকনোলোজির সংজ্ঞা দাও। উঃ- পোশাকের সাথে সম্পর্কযুক্ত যে কোন প্রযুক্তির প্রয়োগ বা ব্যবহার এবং তদসম্পর্কিত যাবতীয় কলাকৌশলকেই ক্লদিং টেকনোলোজি বা পোশাক প্রযুক্তি বলে। ৪. বাংলাদেশ মোট আয়ের শতকরা কত ভাগ পোশাক রপ্তানি করে অর্জন করে? উঃ-প্রায় শতকরা ৮০ ভাগ। ৫. গার্মেন্টস শিল্পে মহিলা শ্রমিকের সংখ্যা কত? উঃ- প্রায় শতকরা ৯০ ভাগই নারী শ্রমিক। ৬. বিশ্ব বাজারে এবং বাংলাদেশে গার্মেন্টস ক্যাটাগরির সংখ্যা কত? উঃ- বিশ্ব বাজারে মোট ১২৫ টি এবং বাংলাদেশ আমেরিকায় ২০ টি ক্যাটাগরি পোশাক সরবরাহ করে। ৭. গার্মেন্টস উৎপাদন প্রণালীর বিভিন্ন ধাপ বা সেকশনের নাম লিখ। উঃ- কাটিং সেকশন, সুইং সেকশন, ফিনিশিং সেকশন ইত্যাদি। ৮. কাটিং সেকশনের কাজ কি? উঃ- প্যাটার্ন অনুযায়ী কাপড় কাটাই হল কাটিং সেকশনের কাজ। ৯. সুইং সেকশনের কাজ কি? উত্তরঃ কাটিং সেকশন থেকে খিন্ডিত কাপড়কে সেলাই মেশিনের সাহায্যে সেলাই করাই হল সুইং সেকশনের কাজ।...