১. একজন লাইন কিউসির (Q.C) কাজ কি?
উত্তরঃ- একজন লাইন কিউসির কাজ হচ্ছে প্রতি দিন সকালে অফিস টাইমের ১০-১৫ মিনিট আগে অফিসে উপস্থিত হতে হবে এবং লাইনের সব মেশিনের অয়েল পেপার গুলো চেক করে দেখতে হবে কোন মেশিন থেকে অয়েল পড়েছে কি না। অয়েল পড়লে অয়েল রিপোর্ট করতে হবে। নতুন স্টাইল শুরু করলে বায়ারের এপ্রুভাল স্যাম্পল,এপ্রুভাল ফাইল, এপ্রুভাল ট্রিম কার্ড সংগ্রহ করতে হবে। প্রোডাকশন শুরু করার আগে পি,পি মিটিং করতে হবে। এরপর কার্ট প্যানেল রিপোর্ট করে লেয়াউট শুরু করতে হবে। প্রথম প্রসেসের শুরুতে মেশিন এক্সাসট করে নিতে হবে। এস পি আই ঠিক রেখে বায়ারের স্যাম্পল অনুযায়ী কাজ করতে হবে।এভাবে প্রত্যেকটি প্রসেস ঠিক রেখে অাউটপুট করতে হবে এবং ফাস্ট আউট পুট রিপোর্ট করতে হবে। মেজারমেন্ট রিপোর্ট করতে হবে। স্টাইলিং মিলিয়ে ডুবলিকেট কাউন্টার স্যাম্পল ঝুলিয়ে দিতে হবে। ট্রাফিক লাইট সিস্টেমের মাধ্যমে রেন্ডম চেক করে ডি,এইচ,ইউ কন্ট্রোল করতে হবে। আউট পুটে কি সমস্যা গুলো বেশি পাওয়া য়াচ্ছে সেগুলো নিয়ে প্রসেস ওয়াইজ অপারেটর দের সাথে কথা বলতে হবে। দিনে দুই থেকে তিন বার ফিনিশিংয়ে গিয়ে খোঁজ নিতে হবে কি পরিমানে কি কি সমস্যা গুলো ধরা পড়ছে। সব শেষে ছুটির আগে প্রত্যেকটি মেশিনে ওয়েল পেপার দিতে হবে।
Facebook Group link:- https://www.facebook.com/groups/546922337005342/?ref=share
Thanks for nice post
উত্তরমুছুনThanks a lot
উত্তরমুছুনThanks
উত্তরমুছুন