সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুলাই, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ডুব্লিকেট কাউন্টার স্যাম্পল কি? ডুব্লিকেট কাউন্টার স্যাম্পলের সাথে কি কি থাকে?

 ডুব্লিকেট কাউন্টার স্যাম্পল কি? উত্তরঃ -একটি বডিতে স্যাম্পল রেসপন্সিবল পারসন এর সিল,স্বাক্ষর,তারিখ থাকাকে বুঝায়।  ডুব্লিকেট কাউন্টার স্যাম্পলের সাথে  কি কি থাকে?  উত্তরঃ-একটি ডুবলিকেট কাউন্টার স্যাম্পলে যা যা থাকে - 1.বায়ারের অনুমোদিত স্পেক সিটের সাথে মেজারমেন্ট সিট।  2.কাউন্টার কমেন্টস। 3.পি পি কমেন্টস।  4.আর্ট ওয়ার্ক।  5.দামি পিকচার।  6.ট্রিম কার্ড। 

প্রিন্টিং কাকে বলে? প্রিন্টিং কত প্রকার?

  প্রিন্টিং হল এমন একটা প্রক্রিয়া যা কেমিক্যালের সাহায্যে কাপড়ের উপর নির্দিষ্ট ডিজাইন অনুসারে বিভিন্ন রং প্রতিফলিত করা হয় তখন তাকে প্রিন্টিং বলে। প্রিন্টিং বিভিন্ন প্রকারঃ Rubber Printing (রাবার প্রিন্টিং)  Screen Printing (স্ক্রিন প্রিন্টিং)  Rollar Printing (রোলার প্রিন্টিং)  Stainseal Printing (স্টেনসিল প্রিন্টিং ) Pigment Printing (পিগমেন্ট প্রিন্টিং)  Transfer Printing  (ট্রান্সফার প্রিন্টিং) All Over Printing (অল অভার প্রিন্টিং) Block Printing (ব্লক প্রিন্টিং) Flock Printing (ফ্লক প্রিন্টিং) Glitter Printing (গ্লিটার প্রিন্টিং) Batik Printing (বাটিক প্রিন্টিং ) Sublimation Printing (সাবলিমেশন প্রিন্টিং)  Foil Printing (ফয়েল প্রিন্টিং) Facebook Group link:- https://www.facebook.com/groups/546922337005342/?ref=share     

কোয়ালিটি বলতে কি বুঝ? QUALITY MENINGES

  QUALITY MENINGES Q = QUALITY  U =UTILIZE A = ABILITY  L= LABOURER'S I = INTELLIGENCE  Y = YOUTHFULNESS 1. কোয়ালিটি বলতে কি বুঝ?  উঃ- কোয়ালিটি অর্থ পণ্যের গুণগত মান নির্ণয় করা কোয়ালিটি কতো প্রকার?  ৪ প্রকার  ১.স্থায়ী। ২.ফিচার। ৩. বিক্রয় উপযোগী। ৪.বায়ার কমেন্টস্ 2.একটি বডিকে কয়টি জোনে ভাগ করা হয় ? উঃ- তিনটি জোনে ভাগ করা হয় ১. A জোন ২. B জোন ৩. C জোন 3.গার্মেন্টস চেক পদ্ধতি কত প্রকার?  উঃ- দুই প্রকার।  ১.ক্লোক ওয়াইজ চেক। ২.রেন্ডম চেক। Facebook Group link:- https://www.facebook.com/groups/546922337005342/?ref=share