সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জানুয়ারী, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

QUALITY KNOWLEDGE APP

কোয়ালিটি নলেজ সাইটের এপ্স টি পেতে ডাউনলোড এপ্সে ক্লিক করুন 👇👇👇👇 DOWNLOAD APPS

লেবেল কত প্রকার ও কি কি?

  উত্তর:দুই প্রকার-: ১.মেইন লেবেল ২.সাব লেবেল সাব লেবেল আবার কয়েক প্রকার- যেমন ক)সাইজ লেবেল|(SIZE LABEL) খ)কেয়ার লেবেল(CARE LABEL) গ)কম্পোজ (cowpose label) ঘ)প্রাইজ লেবেল(price label) ঙ) বেজ লেবেল (baz label) চ) সো লেবেল (show label) Facebook Group link:- https://www.facebook.com/groups/546922337005342/?ref=share

একটি টি সার্ট এর কিছু প্রসেসের নাম

  একটি বেসিক টি সার্টপর কয়টি পার্ট থাকে? ৪ টি ১.ফ্রন্ট পার্ট ২.ব্যাক পার্ট ৩.স্লিভ ৪.নেক Facebook Group link:- https://www.facebook.com/groups/546922337005342/?ref=share

মেজারমেন্ট A TO Z

 ১. একটি মেজারমেন্ট ট্যাপে কত ইঞ্চি থাকে?  উঃ- ৬০ ইঞ্চি থাকে। ২. একটি মেজারমেন্ট ট্যাপে কতো ফিট থাকে?  উঃ- ৫ ফিট। ৩. একটি মেজারমেন্ট ট্যাপে কত সি.এম থাকে? উঃ- ১৫০ সি.এম থাকে। ৪. এক ইঞ্চি সমান কত? উঃ- ২.৫৪ সি.এম। ৫. এক সি.এম সমান কত মিলি?  উঃ- ১০ মিলি। ৬. ১ গজ সমান কত? উঃ- ১ গজ সমান ৩৬ ইঞ্চি।  ৭. ১ ফিট সমান কত?  উঃ- ১২ ইঞ্চি।  ৮. এক ইঞ্চি সমান কত? উঃ- এক ইঞ্চি সমান ৮ সুতা। ১ সুতা =  1/8 ২ সুতা = 1/4 ৩ সুতা = 3/8 ৪ সুতা = 1/2 ৫ সুতা = 5/8 ৬ সুতা = 3/4 ৭ সুতা =  7/8 ৮ সুতা = 1 INCHE 1/2  সুতা = 1/16   1/16 = হাফ সুতা 3/16 =  ডের সুতা 5/16 = আড়াই সুতা 7/16 =   সাড়ে তিন সুতা 9/16 =  সাড়ে চার সুতা 11/16 =   সাড়ে পাঁচ সুতা 13/16 = সাড়ে ছয় সুতা 15/16 = সাড়ে সাত সুতা ৯. একটি মেজারমেন্ট টেপে কত সুতা থাকে ? উঃ- ৪৮০ সুতা থাকে। ১০. একটি মেজারমেন্ট টেপে মিলি থাকে ? উঃ- ১৫০০ মিলি।  Facebook Group link:- https://www.facebook.com/groups/546922337005342/?ref=share

নিডেল কত প্রকার? নিডেল এর কয়টি অংশ? ও কি কি? কোন মেশিনে কোন নিডেল ব্যবহার করা হয়?

  নিডেল নিডেল অর্থ সূচ বা সুই নিডেল দুই প্রকার  ১. হ্যান্ড নিডেল বা মেনুয়াল নিডেল। ২. মেশিন নিডেল।  হ্যান্ড নিডেল বা মেনুয়াল নিডেল👇 মেশিন নিডেল👇   মেশিন নিডেল   মেশিন নিডেল আবার দুই প্রকার  ১.হোম/হাউজ মেশিন নিডেল  ২.ইন্ডাস্ট্রিয়াল মেশিন নিডেল (গার্মেন্টস)  ইন্ডাস্ট্রিয়াল বা গার্মেন্টস মেশিন নিডেল ইন্ডাস্ট্রিয়াল বা গার্মেন্টস মেশিন নিডেল তিন প্রকার  ১.সার্প নিডেল ২.বল পয়েন্ট নিডেল ৩. সার্প নিডেল   সার্প নিডেল দিয়ে লক স্টিচ সেলাই করা হয়।  বল পয়েন্ট নিডেল  বল পয়েন্ট নিডেল দিয়ে চেইন স্টিচ সেলাই করা হয়।  একটি নিডেল এর বিভিন্ন অংশ   ১.বাট ২. স্যাঙ্ক ৩.ট্যাপার ৪.লং গ্রুপ  ৫.শর্ট গ্রুপ  ৬.ব্লেড  ৭.স্কার্ভ ৮.নিডেল আই ৯. নিডেল পয়েন্ট  ১০.টিপ ওফ পয়েন্ট  ১১.পয়েন্ট গ্রুপ  কোন মেশিনে কোন নিডেল ব্যাবহার করে  PLAIN / SINGLE NEEDLE MACHINE =  DB OVER LOCK MACHINE =  DC BUTTON STITCH/BUTTON HOLE MACHINE =  DP FLAT LOCK MACHINE =  UY KANSAI MACHINE  =  UO  Facebook ...

জিপার কত প্রকার ? জিপারের কয়টি অংশ? কি কি?

১. জিপার কত প্রকার?  উঃ- জিপার ৩ প্রকার  ১. প্লাস্টিক জিপার ২. মেটাল জিপার ৩. লায়লন জিপার  চিত্রঃ-  ২. জিপারের কয়টি অংশ ও কি কি?   উঃ- জিপারের ৫ টি অংশ ১. পোলার ২. রানার  ৩. স্টোপার ৪. টিট ৫. ট্যাপ Facebook Group link:- https://www.facebook.com/groups/546922337005342/?ref=share

কোন মেশিনে কোন নিডেল ব্যবহার করা হয়? বাটন কত প্রকার ও কি কি?

NEEDLE PLAIN / SINGLE NEEDLE MACHINE = DB OVER LOCK MACHINE = DC BUTTON STITCH/BUTTON HOLE MACHINE = DP FLAT LOCK MACHINE = UY KANSAI MACHINE  = UO BUTTON বাটন অর্থ বোতাম।   K IND OF BUTTON   গঠনের দিক দিয়ে বাটন মূলত তিন প্রকার  1. PLASTIC BUTTON   প্লাস্টিক জাতীয় পদার্থ দেখা তৈরি।  2. METAL BUTTON   ধাতু জাতীয় পদার্থ  দিয়ে তৈরি।  3. CHALK BUTTON   এ ধরনের বাটন কে আঘাত করলে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।  এ ছাড়াও আরো কিছু প্রকার বাটন আছে। WOOD BUTTON SNAP BUTTON  FABRIC BUTTON আরো জানতে ভিডিও টি দেখুন 👇👇👇  Button eye এর উপর ভিত্তি করে BUTTON  কে তিন ভাগে ভাগ করা হয়েছে।  ১.ওয়ান আই বাটন।  ২. টু আই বাটন।  ৩. ফোর আই বাট।।  বাটন কত প্রকার ও কি কি বিস্তারিত আলোচনা👇👇👇 Facebook Group link:- https://www.facebook.com/groups/546922337005342/?ref=share

কোয়ালিটি পরীক্ষার কিছু সর্ট ফর্মের উত্তর

 S.P.I  STITCH PER INCHE H.P.S HIGH POINT SHOULDER  C.B.L CENTRE BACK LENGTH  C.F  CENTRE FRONT  C.B CENTRE BACK S TO S SHOULDER TO SHOULDER  G.S.M GRAM SQUARE METER  G.P.Q GUIDE LINE FOR PRODUCTION AND QUALITY  A.Q.L ACCEPTABLE QUALITY LABEL  R.P.M RUN PER MINUTE  D.T.M DYING TO MACH D.H.U DEFECT HUNDRED PER UNITE T.O.D TIME OF DALYVERY C.D.D CONFIRM DALYVERY DATE  S.N.P SHOULDER NECK POINT M.LIST MESURMENT LIST S.O.P STANDARD OPERATING PROCEDURE  S.P.C STITCHES PER CENTIMETRE C.F.L CENTER FRONT LENGTH  C.F.S CONTAINER FREIGTH STATION  C.Y CONTAINER YEARN D.D.U DELIVERY DUTY UNPAID D.D.P DELIVERY DUTY PAID E.P EXPORT PERMISSION  E.P.B EXPORT PERMISSION BUREAU  K.P.I KEY PERFORMANCE INDEGATOR C.A.P CORRECT ACTION PLANE  C.P.A CORRECTING PROCESS PLANE  B.G.M.E.A BANGLADESH GARMENT MANUFACTURERS AND EXPORTERS  ASSOCIATION B.N.D BACK NECK DROP  F.N.D FRONT NECK DROP S.K.U STORE KEEPING ...

নেক ও পকেট কত প্রকার ও কি কি?

  নেক ১.রাউন্ড নেক ২. স্কয়ার নেক ৩. ভি নেক ৪. Y নেক ৫. বোট নেক ৬. ইউ নেক   পকেট   ১.পয়েন্ট পকেট। ২.কোণ পকেট।  ৩.স্কয়ার পকেট। স্কয়ার বলতে, চারদিকে সমান বোঝানো হয়েছে। স্কয়ার পকেটের দৈর্ঘ্য প্রস্থ সমান ৪.ক্যাংগারু পকেট।  ৫. বণ পকেট। বন পকেট দেখতে, পকেট খোলার মুখ বাইরের দিকে থাকে এবং পকেটের ভিতরে থাকে। এজাতীয় পকেটই হল বন পকেট ৬.নোছ পকেট।  নোছ পকেট দেখতে অনেকটা স্কয়ার পকেটের মতন তবে নোছ পকেটের দৈর্ঘ্যের শেষ প্রান্তের দুই সাইড আড়াআড়িভাবে ভাঁজ করে সেলাই করা হয় ৭.রাউন্ড পকেট।  এই পকেট প্রস্থ্যর চেয়ে দৈর্ঘ্য বড় এবং দৈর্ঘ্যর নিচের থেকে রাউন্ড থাকে, তাহাকে রাউন্ড পকেট বলে। ৮.প্লেইন পকেট।  প্লেইন পকেট দেখতে, দৈর্ঘ্য প্রস্থ সমান কিন্তু নিচের দিকে সামান্য সরু। টি-শার্টের মধ্যে থাকা পকেটগুলো বেশিভাগই প্লেইন পকেট আরো জানতে ভিডিও টি দেখুন 👇👇👇 Facebook Group link:- https://www.facebook.com/groups/546922337005342/?ref=share