জিপিকিউ (GPQ)- জিপিকিউ (GPQ) এর পূর্ণরুপ হলো গাইডলাইন ফর প্রোডাকশন এন্ড কোয়ালিটি(Guid Line for Production and Quality)। GPQ বায়ার কোয়ালিটি রিকুয়ারমেন্ট বাস্তবায়ন করার জন্য কাজ করে। সাধারণত GPQ বায়ার কিউসির প্রতিনিধি হিসাবে কাজ করে। বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এবং বায়ার ফাইনাল ইন্সপেকশন কনফার্ম করে। একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে বিভিন্ন বায়ার থাকলে প্রত্যেক বায়ারের আলাদা আলাদা GPQ থাকে। GPQ এর দায়িত্ব এবং কর্তব্য:- >পিপি মিটিংএর প্রয়োজনীয় ডকুমেন্টস দেওয়া এবং বায়ার কিউসির সাথে মিটিং এর ব্যবস্থা করা। >গার্মেন্টসের কাটিং, সুইং এবং ফিনিশিং এ বায়ার কোয়ালিটি রিকুয়ারমেন্ট ফলোআপ করা। >গার্মেন্টস সুইং এবং ফিনিশিং বিশেষকরে সমস্ত কোয়ালিটি পয়েন্ট চেক করা। >সেকশন ওয়াইজ কোয়ালিটি ইন্সপেকশন করা। >কোয়ালিটি কন্ট্রোল সম্পর্কিত বায়ারের সর্ব শেষ ম্যাসেজ রিলেটেড সেকশনে জানানো। >বায়ার ফাইনাল ইন্সপেকশনের পূর্বে প্রোডাক্ট কোয়ালিটি ইনশিওর করা। >ফাইনাল ইন্সপেকশন অ্যারেঞ্জ করা। >কিউসি ফাইলের সব কিছু ইনশিওর করা। >বায়িং হাউজ থেকে স্যাম্পল এপ্রোভাল নেওয়া। >যে কোনো কোয়ালিটি ইসুতে বা...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন