স্টিচ মূলত দুই প্রকার।
1. CHAIN STITCH ( চেইন স্টিচ)
2. LOCK STITCHES ( লক স্টিচ)
তবে ব্লাইন্ড স্টিচ সহ তিন প্রকার
3. BLAIND STITCHES (ব্লাইন্ড স্টিচ)
1. CHAIN STITCH ( চেইন স্টিচ)ঃ- যে সেলাই বা স্টিচ চেইন এর মতো আবদ্ধ এবং একটি থ্রেড বা সুতা ধরে টানলে সব স্টিচ গুলো খুলে যায় তাকে চেইন স্টিচ বলে।
2. LOCK STITCHES ( লক স্টিচ্) ঃ- যে সেলাই বা স্টিচ টেনে চেইন এর মতো খোলা যায়না, একটি একটি করে খুলতে হয় তাকে লক স্টিচ্ বলে।
3. BLAIND STITCHES (ব্লাইন্ড স্টিচ) ঃ-ব্লাইন্ড স্টিচ্ এমন এক ধরনের স্টিচ্ যেটা শেলাই করার পর সহজে বোঝা যায় না।
Facebook Group link:- https://www.facebook.com/groups/546922337005342/?ref=share
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন