উঃ-তিন প্রকার।
১.মেজর ২.মাইনর ৩.ক্রিটিকাল
1.মেজর ডিফেক্ট বলতে কি বুঝ/কাকে বলে?
উঃ-য়ে সমস্যা সহজে অন্যের চোখে পড়ে তাকে মেজর ডিফেক্ট বলে।
2.মাইনর ডিফেক্ট বলতে কি বুঝ / কাকে বলে?
উঃ-যে সমস্যা হচ্ছে অন্যের চোখে ধরা পড়ে না তাকে মাইনর ডিফেক্ট বলে।
3.ক্রিটিক্যাল ডিফেক্ট কাকে বলে /বলতে কি বুঝ?
উঃ-উৎপাদন কৃত পণ্য ইন্সপেকশনের সময় যে সমস্যার কারণে সব বাতিল বলে গণ্য হয় তাকে ক্রিটিকাল ডিফেক্ট বল।
মেজর ডিফেক্ট
১.ওপেন সিয়েম
২.ব্রোকেন স্টিচ
৩.স্কিপ স্টিচ
৪.সাইজ লেবেল মিস্টেক।
৫.সেডিং
৬.প্লিট।
৭.টেনশন টাইট।
৮.টেনশন লুস।
৯.ওয়েল স্পর্ট।
১০.ডার্টি স্পর্ট।
১১.নিডেল কার্ট।
মাইনর ডিফেক্ট
১.ইয়ার্ন কন্টামিনেশন ব্যাক পার্ট।
২.ডার্টি স্পর্ট ব্যাক পার্ট।
৩.আয়রন সমস্যা।
৪.বটম হেম আনইভেন।
৫.সাইড আনইভেন।
৬.স্লিভ ওপেনিং ওফ শেপ।
৭.মেইন লেবেল ওয়ান সাইড
৮.আনইভেন স্টিচ।
৯.ছোট আপ ডাউন।
১০.আনইভেন টাক।
ক্রিটিকাল ডিফেক্ট
১.অর্ডার নাম্বার মিস্টেক।
২.আর এন নাম্বার মিস্টেক।
৩.সি এ নাম্বার মিস্টেক।
৪.ফেব্রিক্স কম্পোজিশন মিস্টেক।
৫.ওয়াশ সিম্বল মিস্টেক।
৬.ভেজা, পঁচা, দূগন্ধ।
৭.পোকা।
৮.প্রাইজ ট্যাগ মিস্টেক।
৯.মিনিমাম নেক মেজারমেন্ট।
১০.এইচ এন এম এর এড্রেস মিস্টেক।
১১.ব্রকেন নিডেল ফাউন্ড ইন গার্মেন্টস।
ভিডিও টি বুঝার জন্য দেখুন 👇👇👇
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন